Image description
 

বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় অথবা কিছু বিশেষ কাজে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। বাংলাদেশে এখন এটি অনলাইনেই পাওয়া যায়, তবে কিছু নির্দিষ্ট শর্ত ও ডকুমেন্টস পূরণ করেই আবেদন করতে হয়। নিচে সহজভাবে সব তথ্য তুলে ধরা হলো—

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় শর্তাবলী:

১. আবেদনকারীর কমপক্ষে ৩ মাস মেয়াদবিশিষ্ট বৈধ পাসপোর্ট থাকতে হবে।
২. আবেদনপত্রে পাসপোর্টে থাকা স্থায়ী বা জরুরি ঠিকানার যেকোনো একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে সেই ঠিকানার বাসিন্দা হতে হবে।
৩. পাসপোর্টে যদি ঠিকানা না থাকে, তাহলে জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ/ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৪. প্রবাসী আবেদনকারীদের ক্ষেত্রে, বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সত্যায়িত পাসপোর্টের তথ্যপাতা আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৫. প্রবাসী অথবা বিদেশগামী বাংলাদেশিদের জন্য এই সার্টিফিকেট শুধুমাত্র অনলাইনেই ইস্যু করা হয়।
৬. যদি বিদেশ থেকে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু করা হয়ে থাকে, তাহলে বাংলাদেশে আসার পর সর্বশেষ আগমনের (Arrival) সিল সম্বলিত পাতার স্ক্যান কপি দিতে হবে।
৭. প্রবাসীরা যিনি পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন, তার নাম ও এনআইডি নম্বরসহ একটি অনুমতিপত্র (Authorization Letter) সত্যায়িত করে আপলোড করতে হবে।
৮. অভ্যন্তরীণ প্রয়োজনে (চাকরি বা অন্যান্য কাজে) স্থানীয় জেলা ডিএসবি অফিস বা সিটি এসবি অফিসে যোগাযোগ করতে হবে।
৯. সার্টিফিকেট সংগ্রহের সময় পাসপোর্ট কপি বা আবেদনের কপি সঙ্গে আনতে হবে। বিদেশে অবস্থানরতদের ক্ষেত্রে দূতাবাস বা জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত অথোরাইজেশন লেটার থাকতে হবে।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

 

১. অনলাইনে পূরণ করা আবেদন ফরম।
২. পাসপোর্টের তথ্য পাতার ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সত্যায়িত স্ক্যান কপি।

  • প্রবাসীদের জন্য দূতাবাস কর্তৃক সত্যায়িত কপি।

  • বিদেশীদের ক্ষেত্রে জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত কপি।

৩. ট্রেজারি চালান (৫০০ টাকা) অথবা অনলাইন পেমেন্টের রশিদ।

আবেদন করার ধাপসমূহ:

ধাপ ১:
প্রথমে https://pcc.police.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ধাপ ২:
রেজিস্ট্রেশন শেষে লগ-ইন করে "Apply" অপশনে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

ধাপ ৩:
ব্যক্তিগত তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে ভেরিফিকেশন হবে।

ধাপ ৪:
প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

ধাপ ৫:
সকল তথ্য যাচাই করে সাবমিট করুন। সাবমিট করার পর আর কোনো পরিবর্তন সম্ভব নয়।

ধাপ ৬:
নির্দেশনা অনুযায়ী অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিন।