
জয়পুরহাটের আক্কেলপুরে বস্তায় ভরে অজ্ঞাত এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে লাল গেঞ্জি ও কালো রঙের প্যান্ট। বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জাসান বলেন, কলাবাগানের মালিক বিকাশ চন্দ্র এসে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন জ্বলছে। পরে আমরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।
কলাবাগানের মালিক শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ, আমি রাত ৮টার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখি, কলার বাগানে দাউ দাউ আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখি ৪-৫ বস্তা লাকড়ি ও পাতা রয়েছে। একটি বস্তায় একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে বিষয়টি জানাই। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরও বলেন, পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে লাশের মাথা ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে।