নিখোঁজের তিনদিন পর মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে মিলল আব্দুল বারেক (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ। শনিবার বিকালে পদ্মার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল বারেক জেলার শিবালয়ের আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পদ্মানদীর কালিতলা এলাকার একটি ভাসমান রেস্টুরেন্টের সঙ্গে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক একজন ব্যবসায়ী ছিলেন। তিনি স্থানীয় বাজারে ওএমএস ডিলারের মাধ্যমে ব্যবসা করতেন। শখের বসে মাঝেমধ্যে পদ্মা নদীতে মাছ ধরতেন। তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
ফরিদপুর কোতয়ালী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।