
আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী কাল থেকেই নির্বাচনের পূর্ণ যাত্রা শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো প্রসাীদের ভোট দেওয়া সুযোগ দেওয়া হচ্ছে। কেউ ভোট বঞ্চিত হবে না। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। নাগরিক অধিকারের মহা আনন্দে উদযাপন হবে। নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনের মাধ্যমে।
মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
ড. ইউনূস বলেন, নির্বাচন সংক্রান্ত সাহায্য নেওয়ার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে, সেখানে প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হবে। শিঘ্রই এই অ্যাপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, যে তরুণ-তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে, তারা বাংলাদেশকেও বদলে দিতে পার। আগামী নির্বাচনে যে যার পক্ষে ইচ্ছা ভোট দেবে, এ নিয়ে কারও আপত্তি থাকা যাবে না।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে। তিনি আরও বলেন, মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে।
তিনি বলেন, এর আগে যত সম্পদ বিদেশে পার করা হয়েছে, তা ফিরে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বিদেশ থেকে উন্নত সহযোগিতা নেওয়া হচ্ছে।
বঙ্গোপসাগরের কথা উল্লেখ করে নোবেলজয়ী এই সরকার প্রধান বলেন, আমরা ভুলে যাই যে, বঙ্গোপসাগরের অর্ধেক আমাদের দেশের অংশ। তাই পানির ওপরের অংশের কথা সব সময় মাথায় রাখব। কারণ, এই পানির মধ্যে অফুরন্ত সম্পদ আছে। গ্যাস আছে। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরকে নতুন করে সাজানোর ব্যবস্থা রেখেছে।
বিস্তারিত আসছে..