
জুলাই ডাক দিয়েছে, গুম খুন চলবে না; জুলাই-আগস্ট ডাক দিয়েছে, ফ্যাসিস্টের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৬ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত করতে হবে, দৃশ্যমান করতে হবে।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির একটি আদর্শ আছে। অন্য রাজনৈতিক দলেরও আদর্শ আছে। আমি আমার আদর্শ নিয়ে মাঠে থাকবো। কিন্তু বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে— ইনশাআল্লাহ। এই ঐক্য ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য।
তিনি আরো বলেন, আমরা আজ সবাই একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যটা কঠিন, এই ঐক্যটা ধরে রাখতে হবে। একটি গোষ্ঠী আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়। কিন্তু আমরা দেব না। কারণ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এরপরও আমাদের বিজয়, আমাদের ত্যাগকে কেউ কেড়ে নেবে, কোনদিন হতে দেবো না-ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।