Image description

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান, ট্রেন ভাড়া এবং এনসিপি নেতাদের কক্সবাজারে অবস্থান প্রসঙ্গ তুলে প্রশ্ন রেখেছেন—"আসলে কী হতে যাচ্ছে?"

তিনি লিখেছেন, প্রথমে বলা হয়েছিল, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। খবরটি জানার পর এক সাবেক সংসদ সদস্য মন্তব্য করেন, “দক্ষিণ প্লাজায় তো সাধারণত জানাজা হয়। এত বড় আয়োজন সেখানে কীভাবে সম্ভব?” পরে দেখা গেল, স্থান পরিবর্তন করে মানিক মিয়া অ্যাভিনিউকে নির্বাচিত করা হয়েছে।

মাসুদ কামাল আরও লিখেছেন, অনুষ্ঠানটি সফল করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।

 
এমনকি জেলা প্রশাসকদেরও লোকজন আনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আনতে ভাড়া করা হয়েছে কয়েকটি ট্রেনও। কত মানুষ সমবেত হবে, সেটাও ভাবনার বিষয়।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব ও কৃতিত্বের দাবিদার হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারী—এই অনুষ্ঠান ফেলে বর্তমানে অবস্থান করছেন কক্সবাজারে।

 
সেখানে তাঁদের সদ্যসাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা।

 

সবশেষে মাসুদ কামাল প্রশ্ন রাখেন, "এটা কি তাহলে রাষ্ট্রীয় এই অনুষ্ঠান থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আসলে কী হতে যাচ্ছে?"