
জুলাই অভ্যুত্থানের এক বছর বিশেষ প্রতিনিধি , ঢাকা পরপর তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ । দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন , চাকরিতে বৈষম্য , সীমাহীন দুর্নীতি , ব্যাংক খাতে লুটপাট , বিরোধী মত দমনে গুম , খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ । সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র- জনতার আন্দোলনে । ৩৬ দিনের এই আন্দোলন চুরমার করে দেয় শেখ হাসিনার সব দম্ভ ।
গত বছরের ৫ আগস্ট পতন ঘটে তাঁর স্বৈরশাসনের । সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ । জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল সোমবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো . সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড . মুহাম্মদ ইউনূস । প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন , ‘ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ । এক বছর আগে এই দিনে জুলাই গণ - অভ্যুত্থান পূর্ণতা পায় , দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ ।
বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই । ” জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি দিয়ে । ঘটনাক্রমে সেটি আর কোটা সংস্কার আন্দোলনে আটকে থাকেনি । আন্দোলন দমাতে সরকার কঠোরতার পথ বেছে নিলে একের পর এক লাশ পড়তে থাকে পুলিশের গুলিতে । এতে তীব্র হয়ে ওঠে আন্দোলন । ছাত্রদের সঙ্গে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ । ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে ৯ ম থেকে ১৩ তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন । ওই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ । এ বিষয়ে গোঁ ধরে সরকারও জানায় , চাকরিতে কোটা নিয়ে সিদ্ধান্ত হবে আদালতে ।
২০২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাকরিতে কোটা সংশোধনের দাবিতে আন্দোলন শুরু হয় । প্রথম দুই দিন শিক্ষার্থীদের এই আন্দোলন তেমন নজরে না এলেও ৩ জুলাই ঢাকায় সড়ক , মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তাঁরা । বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা । সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক - কর্মকর্তারাও জুলাইয়ের শুরু থেকে আন্দোলনে ছিলেন । ৭ জুলাই শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচিতে অচল হয়ে পড়ে পুরো ঢাকা । আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও ।
১০ জুলাই আপিল বিভাগ কোটার বিষয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে বলেন । কিন্তু আন্দোলনকারীরা নির্বাহী বিভাগে বিষয়টির স্থায়ী সমাধান করে আইন করার দাবি জানান । তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সরকার । ১১ জুলাই পুলিশের ব্যারিকেড ভেঙে ‘বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা । ১৪ জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, ‘ মুক্তিযোদ্ধার নাতি - পুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতি - পুতিরা পাবে ? ' তাঁর এ বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা । আন্দোলন পায় নতুন মাত্রা ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় , “তুমি কে আমি কে রাজাকার , রাজাকার ’ ; ‘ কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ' । ১৫ জুলাই সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঔদ্ধত্যের জবাব দেবে ছাত্রলীগ । শিক্ষার্থীদের সঙ্গে সরকারদলীয় নেতা - কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৬ জুলাই ঢাকায় দুজন , চট্টগ্রামে তিনজন এবং রংপুরে মারা যান আবু সাঈদ । শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করে সরকার । আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে ১৮ জুলাই শিক্ষার্থীদের আলোচনায় বসার প্রস্তাব দেন আইনমন্ত্রী । কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন । ১৯ জুলাই রাত ১২ টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার । বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট । এ দিন পর্যন্ত সারা দেশে মৃত্যুর সংখ্যা পৌঁছায় ৫৩ জনে ।
নাহিদ ইসলামসহ আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছয় সমন্বয়ককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ৯ দফা দাবিতে এ দিন রাতে আবার ‘ কমপ্লিট শাটডাউন ' কর্মসূচি ঘোষণা করা হয় । পরিস্থিতি সামাল দিতে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার । ২২ জুলাই কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ । একই সঙ্গে মেধায় ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গণার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করে দেন আপিল বিভাগ । উচ্চ আদালত থেকে শিক্ষার্থীদের পক্ষে রায় আসায় ২২ জুলাই শেখ হাসিনা ঘোষণা দেন , কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে , তাদের ছাড়া হবে না । আদালতের রায়ের আলোকে ২৩ জুলাই কোটা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে সরকার । কয়েক জেলায় কারফিউ শিথিল করা হয় । ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত সীমিতভাবে অফিস চলে ।
৩১ জুলাই থেকে স্বাভাবিক সময় ধরে সরকারি- বেসরকারি অফিস চলে । কোটা পদ্ধতি সংশোধন করে প্রজ্ঞাপন জারির পর আন্দোলনে জড়িতদের সারা দেশে গ্রেপ্তার করা হয় । শীর্ষ সমন্বয়কেরা ডিবি হেফাজতে থাকায় তখন আন্দোলন থমকে ছিল । ২৫ জুলাই মিরপুর -১০ নম্বরে মেট্রো রেলস্টেশন পরিদর্শনে গিয়ে কেঁদে ফেলেন শেখ হাসিনা । সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের বিচার দেশবাসীর কাছে চান তিনি । ডিবি হেফাজতে থাকা ছয়জন সমন্বয়কের একটি ভিডিও বার্তায় ২৮ জুলাই আন্দোলন - কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয় । তবে ডিবি কার্যালয়ে তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করা হয়েছে বলে দাবি করেন সমন্বয়কদের আরেক অংশ ।
২৯ জুলাই তাঁরা সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেন । এর মধ্যে ২৯ জুলাই রাতে ১৪ দলের সঙ্গে বৈঠকে জমায়াত- শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার । অন্যদিকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ৩০ জুলাই ফেসবুক প্রোফাইল লাল রং করেন শিক্ষার্থীরা । ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তাঁরা । শিক্ষার্থীদের এই কর্মসূচিতে ব্যাপক চড়াও হয় পুলিশ । আন্দোলন আবার মাত্রা পায় । ১ আগস্ট জামায়াত - শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার । এ দিন ডিবি হেফাজত থেকে মুক্তি পান সমন্বয়কেরা । কিন্তু গ্রেপ্তারকৃত সবাইকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা ।
২ আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । এই কর্মসূচি পালন করতে গেলে সরকার সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয় , আবারও মৃত্যুর ঘটনা ঘটে । ছাত্র- জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় । সেদিন দুপুরের আগেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা । তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি - পেশার মানুষ । এখান থেকে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে নাহিদ ইসলাম অসহযোগ আন্দোলনের ডাক দেন । এ দিন শিক্ষার্থীদের আলোচনায় বসার প্রস্তাব দেন শেখ হাসিনা । সহিংসতায় জড়িত নয় এমন শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দেয় সরকার ।
রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয় । সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল করা হয় । এ দিন ঢাকায় সেনাসদরে অফিসার্স অ্যাড্রেস ( সেনা কর্মকর্তাদের মতবিনিময় হয় । ওই মতবিনিময়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের বক্তব্য শোনেন । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , সরকারদলীয় নেতা - কর্মীদের সঙ্গে ছাত্র - জনতার সংঘর্ষে ৪ আগস্ট পুরো দেশ রণক্ষেত্রে পরিণত হয় । এমন পরিস্থিতে দুই দিন পর ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা । কিন্তু সরকার কারফিউ জারি করলে মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে ৫ আগস্ট করা হয় । ৫ আগস্ট ঢাকার অলিগলি , রাজপথ— সবকিছু ছাত্র - জনতার দখলে চলে যায় । এ দিন দুপুর ১২ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় , দেশের চলমান পরিস্থিতি নিয়ে বেলা ২ টায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার- উজ - জামান । তখনই শেখ হাসিনার পতনের খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে । শুরু হয় বিজয় উল্লাস । পুরো ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে । বেলা ৩ টা ৫০ মিনিটে সেনাসদর দপ্তরে দেওয়া ভাষণে সেনাবাহিনীর প্রধান জানান , প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন । তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে এক দাম্ভিক স্বৈরশাসকের পতনের খবর জেনে যায় বিশ্ব ।