Image description

কিছু চিকিৎসক রাতে মুজিববাদকে (স্বাচিপ) বুকে লালন করে ড্যাবের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও ড্যাবের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. হারুন ও ডা. শাকিল পরিষদের পরিচিতি সভায় এমন মন্তব্য মন্তব্য করেন তিনি।

ডা. হারুন বলেন, ড্যাব-এর অনেক চিকিৎসক স্বৈরাচার আমলে টুঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়েছেন ও কবর জিয়ারত করেছেন। তারা মুখে জিয়াউর রহমান, কিন্তু অন্তরে ধারণ করেন শেখ মজিবুর রহমানকে। আমরা বলেছি, বাংলাদেশের প্রতিটি জেলায় ড্যাবের ব্যানারে দুইটি প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে পারবে; কিন্তু আমরা এখানে এসে দেখছি ব্যতিক্রম।

ড্যাবের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিনগুলিতে দুঃসময়ে যারা আপনাদের পাশে ছিল, যাদের নেতৃত্ব আপনাদের পছন্দ হবে, আগামী দিনে সেই নেতৃত্বকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।

ড্যাবের সদ্য সাবেক এই সভাপতি বলেন, ড্যাব চিকিৎসকদের একটি প্রাণের সংগঠন। ২০০৬ সালের পরে ১/১১ সরকার আসার পরে ড্যাবের তৎকালীন অনেক নেতা পলাতক অবস্থায় থাকেন, আবার অনেকে ১/১১ এর কুশীলবদের সাথে যোগাযোগ শুরু করেন। ওই সময় ড্যাবের অনেক নেতা এক-এগার’র কুশীলবদের সাথে আঁতাত করে জাতীয়তাবাদী শক্তির সাথে বেঈমানি করেছিল। তারাই আবার গত ৫ আগস্টের পরে নেতৃত্বে আসার চিন্তা-ভাবনা করছেন। তাদের ব্যাপারে সাবধান থাকার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশে ডা. হারুন আরও বলেন, আপনারা আগামীতে সৎ, ন্যায়নিষ্ঠ, কর্মীবান্ধব ও চিকিৎসকবান্ধব নেতৃত্ব চাইলে বিগত দিনগুলিতে যারা আপনাদের পাশে ছিলেন, আপনাদের কাজে-কর্মে ছিলেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলনে ছিলেন- তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই আমরা আশা করি।

এ সময় দেশের সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার আলোকে যুক্তরাজ্যের ‘এনএইচএস’ এর আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ড্যাবের সদ্য সাবেক এই সভাপতি।