
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজন করেছে ছাত্রদল। বেলা আড়াইটায় সমাবেশে শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মূল বার্তা দেবেন সংগঠনের নেতার্মীদের
ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এর মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথসহ দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে থাকবে বার্তা।
এ ছাড়া দেশের শিক্ষা খাতের মেরুদণ্ড যাতে ভেঙে না যায়, শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এবং ছাত্র সমাজকে যাতে ভুল পথে না যায় সে বিষয়েও গঠনমূলক দিকনির্দেশনা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শীর্ষনিউজ