Image description
 

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। ঘটনার পর ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি ও ভিকটিমের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল ২০২৫, ভোর ৫টা ৪৫ মিনিটে। সিদ্ধেশ্বরীর গ্রীনল্যান্ড টাওয়ারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী, হাতে ছিল ভ্যানিটি ব্যাগ এবং পাশে একটি ট্রলি ব্যাগ। হঠাৎ করে মৌচাকের দিক থেকে আসা একটি সাদা প্রাইভেটকার তাঁর সামনে এসে থামে, সামান্য গতি কমিয়ে চালকপাশের জানালা দিয়ে ঝুঁকে এক ব্যক্তি ব্যাগটি ছোঁ মেরে টান দেন। ব্যাগটি হাতে বাঁধা থাকায় ছিনতাইকারীরা ওই নারীকে প্রায় ১৫-২০ ফুট পর্যন্ত গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায়। পরে ব্যাগটি ছুটে গেলে ছিনতাইকারীরা দ্রুত মগবাজারের দিকে পালিয়ে যায়। ঘটনায় নারীটি গুরুতর আহত হন।

ছিনতাইয়ের এই ঘটনায় তদন্ত শুরু করে পিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম দক্ষিণ (এসআইএন্ডও)। আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করেন এসআই (নিঃ) সুহৃদ দে। তদন্তে জানা যায়, শুধু ওই দিনই নয়, ঘটনার দিন ভোরে একই দলের সদস্যরা আরও চারটি ছিনতাই করে এবং তারা গত কয়েক মাসে মোট ২৫-৩০টির মতো ছিনতাই ঘটিয়েছে বলে আসামি স্বীকার করেছে।

 

গ্রেফতার হওয়া ছিনতাইকারী রবিউল (৩৩), তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা। তাকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রবিউল জানান, ভোরবেলা নিজের প্রাইভেটকার নিয়ে তারা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করত। টার্গেট ছিল একা থাকা পথচারী, বিশেষ করে নারী। ছিনতাই করা মোবাইল ও নগদ অর্থ ভাগাভাগি করে তারা অন্যান্য জিনিসপত্র ফেলে দিত।

 

তদন্তে পিবিআই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, সংবাদ প্রতিবেদন ও প্রযুক্তি বিশ্লেষণ ব্যবহার করে রবিউলকে শনাক্ত করে। মামলাটি বর্তমানে রমনা থানার নিয়মিত মামলা হিসেবে পিবিআই তদন্ত করছে।

পিবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চলছে। শিগগিরই চার্জশিট দেওয়া হবে।