Image description

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দাবি করেছে, টিউলিপ সিদ্দিকের আইনজীবী রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলা সম্পর্কে তথ্য চেয়েছিলেন, কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

প্রতিবেদনটিতে টিউলিপের একটি 'ঘনিষ্ঠ সূত্রের' বরাত দিয়ে আরও বলা হয়, মামলার তথ্য পেতে তার আইনজীবী গত সপ্তাহে প্রতিদিন আদালতে গিয়েছিলেন।

তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক পাবলিক প্রসিকিউটর স্কাই নিউজের এই দাবি প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর, মিথ্যাচার বলে উল্লেখ করেছেন। 

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম টিবিএসকে বলেন, 'স্কাই নিউজে টিউলিপের পক্ষে ভুল তথ্য দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর এই মামলায় তথ্য চেয়ে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে আসেননি। এমনকি ৩১ জুলাই পর্যন্ত কোনো আইনজীবী দুদকের সাথে যোগাযোগ করেননি, মামলার তথ্যের জন্য অনুরোধ তো দূরের কথা।'

দুদকের আরেক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, পলাতক আসামিদের ক্ষেত্রে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। 'পলাতক থেকে কেউ যদি আইনজীবী চান, অবশ্যই আদালতে এসে তাদের আত্মসমর্পণ করতে হবে। নায়তো আইনজীবী ছাড়াই বিচারকার্য চলতে থাকবে।' 

তিনি আরও বলেন, '[টিউলিপসহ অন্যদের বিরুদ্ধে] মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে এখন পর্যন্ত আসামিপক্ষে কোনো আইনজীবীকে দেখিনি। আদালত সবার জন্য উন্মুক্ত। কেউ তথ্য চেয়ে পায়নি, এমন দাবি ভিত্তিহীন, গুজব।'

এছাড়াও ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বেঞ্চ সহকারী বিল্লাহ হোসেন এবং ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম টিবিএসকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আসামিদের পক্ষে আদালতে কোনো পিটিশন জমা পড়েনি। আসামিদের কোনো পদক্ষেপ ছাড়াই মামলাগুলোর শুনানি শেষ হয়েছে।

৩১ জুলাই ঢাকার দুটি আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ২৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ৫-এ তিনটি করে মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে মামলাগুলো দায়ের করে দুদক।

৩১ জুলাই অভিযোগ গঠনের শুনানির সময় আদালত মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১১ ও ১৪ আগস্ট তারিখ নির্ধারণ করেন।