Image description

মাদারীপুরে সদরে যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক তুষার সব্যসাচী বাবা মিলন সব্যসাচীকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে পোস্ট দেন। 

 

এ ঘটনার জেরে রোববার (২৭ জুলাই) রাতে এনসিপি নেতা তুষার সব্যসাচী বলেন, ‘আমার বাবা প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে চাকরি করেছেন। সে একজন কবি, সাহিত্যিক ও গবেষক। তিনি ১৮ জুলাই থেকে তার পারিবারিক বাড়ি সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী যায়। যেখানে তার পৈত্রিক সম্পত্তি নিয়ে তার বড় ভাই শাহা মাতুব্বরের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তার এক আত্মীয় বাড়িতে যাত্রী যাপন করেন। সেখান থেকে গত ২৫ জুলাই সকালে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকেসহ ৬ জনকে আটক করে। এ ঘটনাটি গণমাধ্যমে আসলে পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমাকে ও আমার বাবাকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে বাজে সমালোচনা করে একটি পোস্ট দেয়। যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। এ ঘটনার সঙ্গে আমার বাবা কোনভাবেই জড়িত নয়।’

তুষার আরও বলেন, ‘তদন্তে আমার বাবা দোষী হলে দুঃখ নেই। তাই বলে হাসিনার ছেলে এনসিপি ও বৈষম্যবিরোধী নেতা হিসেবে আমাদের ছোট করছেন। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্যে গণমাধ্যমকে অনুরোধ জানাই।’

তার বাবা ও তুষার সব্যসাচী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে বলেন, ‘জয়ের পোস্ট দেয়াই প্রমাণ করে এ ঘটনার আমরা রাজনীতি শিকার। মাদারীপুরেও কিছু লোক আমাদের পিছনে উঠেপড়ে লেগেছে। এর সঠিক সমাধান চাই।’

উল্লেখ্য, গত ২৫ জুলাই যৌথবাহিনী সদর উপজেলার ঘুনসি থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করে। যারা বর্তমানে জেল হাজতে রয়েছে।