
চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এ গতি অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ছাড়িয়ে যেতে পারে ২৩০ কোটি ডলার—এমন আশা করছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে বড় ভূমিকা রাখছে।
এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪ সালের ২৩ দশমিক ৭৪ বিলিয়নের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
এদিকে, গত জুন মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল ইতিবাচক। সে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।