Image description
 

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাটে চাঁদা নিতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সদস্যসহ পাঁচজনকে আটক করেছে গুলশান মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে সংগঠনের সদস্য রিয়াদ এবং তার সহযোগী অপু অন্যতম বলে পুলিশ জানিয়েছে।

গুলশান মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) রাত আটটার দিকে গুলশান ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের মালিকানাধীন।

থানা পুলিশের ভাষ্যমতে, এর আগে গত ১৭ জুলাই আটক ব্যক্তিরা শাম্মী আক্তারের বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তার স্বামী ১০ লাখ টাকা প্রদান করলেও বাকি অর্থ দিতে অস্বীকৃতি জানান। এর ধারাবাহিকতায় শনিবার রাতে পুনরায় তারা শাম্মী আক্তারের বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার দাবি করে।
 

তখনই ভুক্তভোগী দম্পতি পুলিশের সহায়তা চান। খবর পেয়ে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, 'তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।' এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।