Image description
উত্তরায় বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নাফি (৯) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন তার শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ছিল ৩১ জন।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।