Image description
 

সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পাইলটকে দায় না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন! তিনি সত্যিই চেষ্টা করেছেন।”

তিনি লেখেন, “মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি জানতেন নিচে একটি স্কুল, জানতেন চারপাশে শিশু রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়াই করেছেন, বিমানের গতি সরিয়ে নিতে চেয়েছেন। নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন!”

 

বাংলাদেশ বিমান বাহিনীকে সম্মান জানিয়ে তিনি আরও বলেন, “তাদের প্রতি অসম্মান দেখাবেন না। তারা প্রতিদিন আমাদের রক্ষা করে, দেশের জন্য জীবন বাজি রাখে। তবে এর মানে এই না যে আমরা চুপ থাকবো। আমাদের প্রশ্ন তুলতে হবে, স্বচ্ছতা দাবি করতে হবে। গাফিলতি বা ভুল সিদ্ধান্ত থাকলে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

 

তিনি প্রশ্ন তোলেন, “কেন আমরা এখনো ১৯৬০ সালের নকশায় তৈরি, ২০১৩ সালে উৎপাদন বন্ধ হওয়া চীনা F-7 যুদ্ধবিমান ব্যবহার করছি? এ ধরনের বিমান শুধু পুরোনো নয়, শহুরে এলাকায় উড্ডয়নের জন্য একেবারেই অনুপযুক্ত। এতে শুধু পাইলট নয়, নিচে থাকা সাধারণ মানুষদের জীবনও হুমকির মুখে পড়ছে।”

শেষে হিমি লেখেন, “তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে, ভাই ♥️”