
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই দোয়া অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং স্কুলের অনেক ছোট বাচ্চা মারা গেছে। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা গভীরভাবে শোকাহত। পাশাপাশি তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির । যারা মৃত্যুবরণ করেছে তারা শহিদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।’