Image description

 ২০২৩ সালের ৩ ডিসেম্বরের বাসে অগ্নিসংযোগের একটি ভিডিওকে গতকাল ২০ জুলাই গুলিস্তানের বলে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের।

গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওই দিন পাঁচ জন নিহতের ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গতকাল রোববার (২০ জুলাই) হরতালের আহ্বান জানায়। 

এরই প্রেক্ষিতে, হরতালে রাজধানীর গুলিস্তানে দলটির নেতা-কর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে- এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি, গতকালের (২০ জুলাই) নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। 

এর শিরোনাম থেকে জানা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

বাংলাফ্যাক্ট জানায়, এসব তথ্যসূত্র সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

এ থেকে জানা যায়, সেদিন রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে দুর্বৃত্তরা ‘ভিক্টর ক্লাসিক’ নামের একটি বাসে আগুন দেয়। সেদিন সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে গণমাধ্যমটি উল্লেখ করে।

২০২৩ সালের ৩ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওকে, গতকাল (২০ জুলাই) আওয়ামী লীগের ডাকা হরতালে বাস পোড়ানোর দৃশ্যের দাবি করে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।