
যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ফেরত দিয়েছেন কুমিল্লার তরুণ অটোরিকশাচালক অনীক হাসান। বৃহস্পতিবার সকালে নগরীর বজ্রপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালক অনীক হাসান নগরীর চৌধুরীপাড়ার ভাড়াটিয়া। এক অভিভাবক সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকাভর্তি ব্যাগ অটোরিকশায় ফেলে যান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ফিরে গিয়ে অটোরিকশাটি খুঁজে পাননি তিনি। প্রায় ৩০-৪০ মিনিট পর তিনি দেখতে পান অটোরিকশাচালক নিজেই বাসার পাশে এসে তাঁকে খুঁজছেন। পরে ব্যাগটি ফেরত দেন চালক।
অটোরিকশাচালক অনীক বলেন, ‘ব্যাগে এত টাকা দেখে বাবাকে কল দিই। তিনি বলেন যার জিনিস তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরি ওই এলাকায়। পরে ব্যাগের মালিককে খুঁজে পাই।’ টাকার মালিক মরণ কর্মকার স্বর্ণ ব্যবসায়ী। তিনি নগরীর পানপট্টির বাসিন্দা। টাকা ফেরত পেয়ে তিনি অনীকের সততায় মুগ্ধ। তিনি তাঁকে কৃতজ্ঞতা জানান। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন তরুণ চালক। স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘অনীকের মতো সৎমানুষ সমাজের সম্পদ। এমন মানুষকে সম্মান জানানো আমাদের দায়িত্ব।’