
বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করেন। এটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। বর্তমানে বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
পাপিয়ার বক্তব্য নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে ক্যাপশনে তীব্র প্রতিক্রিয়াও জানাচ্ছেন অনেকে।
এদিকে শুক্রবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেত্রী পাপিয়ার এক মিনিট এক সেকেন্ডের ওই টকশোর ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন—এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ‘কামলা’ মনে করে। এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস, মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসা অফিস; সব জায়গায় প্রবাসী ভাইবোনদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়। প্রবাসী ভাইবোনদের সময় হয়েছে—নিজের অধিকার বুঝে নেওয়ার, কালপ্রিটদের চিনে রাখার।’

অন্যদিকে ওই টকশোতে পাপিয়া বলেছিলেন—প্রবাসী ভোটাররা রেমিট্যান্স দেয়, তাদের পরিবারের জন্য প্রবাসীরা টাকা পাঠান, ভিটেমাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, সে জন্য তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোটার হতে হবে কে বলছে? বাংলাদেশের সুখে-দুঃখে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড, লোহার রড থেকে থেঁতলে করা আর পুলিশ পিটুনি, দিনের পর দিন ৪০ দিন-৫০ দিন রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা ভুক্তভোগী?