Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তফসিল ঘোষণার দাবিতে ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২০ জুলাই (রবিবার) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্লাটফর্ম ডাকসু। এই অধিকার আদায়ের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন, অনশন, অবস্থান কর্মসূচি পালন করেছি। এর প্রেক্ষিতে নিরাচন কমিশন গঠন করা হয়েছে। আমার দেখছি প্রতিটি পদে পদে লোকাল গাড়ির মতো ধাক্কা দিয়ে আমাদের অধিকার আদায় করে নিতে হচ্ছে। এই যে নির্বাচন কমিশন ঘোষণা করা হলো প্রায় একমাস অতিবাহিত হয়ে গেলো তবুও তফসিল ঘোষণা করা হচ্ছে না। একের পর এক মিটিং করা হচ্ছে এবং কালক্ষেপণ করা হচ্ছে। এই সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু করা হয় নি।

তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছিলাম এই সপ্তাহের মধ্যে যদি তফসিল ঘোষণা না করা হয় তাহলে রবিবার থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে। আজকে আশ্চর্যভাবে লক্ষ্য করলাম আগামী রবিবার আবারও একটা মিটিং ডাকা হয়েছে। আমাদের কাছে এখন এটা স্পষ্ট যে, ডাকসুকে পেছাতে বা বানচাল করতে এইসব করছে প্রশাসন। যদি ডাকসু না হয় তাহলে অতীতের মধ্যে আবারও ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলো গেস্ট রুম-গণরুম কালচার শুরু করবে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে ডাকসুর বিকল্প নেই।

বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ছাড়া আমাদের এই আন্দোলন আর থামবে না। প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরো তীব্র হবে।

প্রসঙ্গত, গত ২১ মে ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচার এবং ডাকসু নির্বাচন কমিশন গঠন ও দ্রুত রোডম্যাপ দেওয়াসহ তিন দাবিতে আমরণ অনশনে বসেন বিন ইয়ামিন মোল্লা। পরে ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠনের আশ্বাসে দীর্ঘ ৮১ ঘণ্টা পর ২৪ মে অনশন ভাঙেন বিন ইয়ামিনসহ তিন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।