Image description

কারফিউর মেয়াদ বাড়ায় আজ বৃহস্পতিবার রাতেও গোপালগঞ্জের পরিস্থিতি একেবারেই নীরব, সুনসান। রাস্তায় নেই মানুষের সমাগম, টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

কারফিউর কারণে গতকাল বুধবার গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস ছেড়েছে খুবই অল্প। ফলে আজ যারা ওই শহর ছেড়ে নিজস্ব গন্তব্যে যেতে চাইছেন, তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

 

 

রাতে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো যাচ্ছে, সেগুলোয় বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন মানুষ।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় দুই-একটি দোকান খুললেও নেই তেমন একটা জনসমাগম। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখলেই বন্ধ করে ফেলা হচ্ছে এসব দোকান।

গোপালগঞ্জে গতকাল বুধবার রাত রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে।