Image description

আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের খুন করার জন্য অস্ত্র হাতে মুজিববাদী সন্ত্রাসীরা। নাহিদ, হাসনাতদের গাড়ি বহর লক্ষ্য করে সরাসরি গুলি এবং বোমা হামলা চালানো হয়েছিল’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে কিছু যুবকের ছবি ভাইরাল হয়েছে। 

তবে অস্ত্র হাতের এই ছবিগুলো আজকের নয়, এনসিপিরও কারও নয়। ছবিগুলো গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আন্দোলনরত ছাত্রদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনার। যদিও আজ বিকেলে থেকে একই ছবি আজকের চিত্র হিসেবে প্রচারিত হয়েছে।

জানা গেছে, আজ দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

পরে এনসিপির নেতাকর্মীদের খুন করার জন্য অস্ত্র হাতে মুজিববাদী সন্ত্রাসীরা (ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা)। নাহিদ, হাসনাতদের গাড়িবহর লক্ষ্য করে সরাসরি গুলি এবং বোমা হামলা চালানো হয়েছিলো এমন ক্যাপশনে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

যা মূলত সঠিক নয়। কয়েকটি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিগুলো গত বছরের অর্থাৎ ২০২৪ সালের এই দিনে, অর্থাৎ ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মী। এদিন নিহত মো. ফারুক (৩২) ও মো. ওয়াসিম আকরাম (২৪)।