Image description

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের আগে ও পরে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব জানান নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে  হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। 

(শীর্ষনিউজ