Image description
 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরো এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় গোপন দলিল প্রকাশ করে চাকরির শৃঙ্খলাপরিপন্থি আচরণের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তা হলেন উপ-কমিশনারের পদ মর্যাদার মুকিতুল হাসান। তিনি দ্বিতীয় সচিব হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত ছিলেন।

 

 

 

সাময়িক বরখাস্তের বিষয়ে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

 

এদিকে গতকাল একদিনে ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গত ২২ জুন জারীকৃত পাঁচ কর্মকর্তার বদলি আদেশ ২৪ জুন প্রকাশ্যে ছিঁড়ে ফেলার কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে বরখাস্ত করা হয়। এ নিয়ে এনবিআর আন্দোলন কর্মসূচির ইস্যুকে কেন্দ্র করে মোট ১৬ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। তোদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এছাড়া এনবিআরের তিন সদস্যসহ একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

 

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আল্টিমেটাম ও ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের কঠোর হুঁশিয়ারি ও দুদকের তদন্তের ঘোষণার পর ব্যবসায়িদের সঙ্গে সমঝোতার বৈঠক করে ২৯ জুন রাতে আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা।