
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে স্বজনেরা বাড়ি থেকে দেড় শ গজ দূরে পুকুর থেকে ওই শিশুর লাশ করা হয়।
নিহত শিশুর নাম সাদাব হোসেন (৫)। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।
শিশুটির নানা সুলতান মিয়া জানান, শনিবার (১২ জুলাই) দুপুরে একটি মোবাইল নম্বর থেকে অপরিচিতি ব্যক্তি কল করে সাদাবের মা সুমি আক্তারের কাছে প্রথমে ২০ হাজার টাকা এবং পরে ৩০ হাজার টাকা মুক্তিপণ চায়। এ অনুযায়ী প্রথমে ২০ হাজার এবং পরে দুই দফায় আট হাজার টাকা মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ফোন করে বলা হয়েছিল, ছেলে ভালো আছে, টেনশন কইরেন না। টাকা পাঠালে আধা ঘণ্টার মধ্যে ফেরত দিয়া যাব। কিন্তু গফরগাঁও রেলস্টেশনে গিয়ে আমরা অপেক্ষা করলেও ফোন নম্বরগুলো বন্ধ পাই।
নিহত শিশুর মামা খলিল মিয়া বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে দেড় শ গজ দূরে এক প্রতিবেশী ঘাস কাটতে গিয়ে পুকুরপাড় থেকে দুর্গন্ধ পায়। এরপর খোঁজ করতে গিয়ে সে আমার ভাগনের লাশ দেখতে পায়। ও পানিতে পড়ে মারা গেছে, না-কি কেউ তাকে মেরে ফেলে রেখেছে, সেটা আমরা বুঝতে পারছি না।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মুক্তিপণ নেয়া চক্রের সদস্যদের বাড়ি গাইবান্ধা জেলায়। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রতারক চক্রকে নজরদারিতে রাখা হয়েছে।’