Image description

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  সারজিস আলম বলেছেন, একাত্তর যেমন আমাদের শিকর হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, চব্বিশও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। এত মানুষ রক্ত ও জীবন দিয়ে সংগ্রাম করে খুনি হাসিনাকে বিতারিত করেছেন, এটাকে ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত।

জুলাই-আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি লিখিত আকারে থাকুক। এ ঘোষণাপত্রটাকে লিখিত আকারে সংবিধানে স্থান দেওয়া হোক, বলেন সারজিস।  

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মোড়ে এ সংক্রান্ত লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ সাত দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র দ্রুত রাষ্ট্র বাস্তবায়ন করবে বলে আশা করি।  

পরে দিনব্যাপী নরসিংদীর শিবপুর, সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এসময় সারজিসের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা।