Image description
 

আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসি বৈঠক হওয়ার কথা। কিন্তু বিসিসিআই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। ভেন্যু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। বিভিন্ন সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন লিখেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ভারত না এলেও বৈঠক ঢাকাতেই হবে। আর এখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি। 

এ বৈঠক সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। রবিবার বিকালে সংবাদ সম্মেলনে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা ঢাকায় এসিসির বৈঠক আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, বৈঠকে (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন কিনা এই ব্যাপারে মিঠু বলেছেন, ‘ভারত অংশ নেবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’

এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ চলবে। বর্তমানে এসিসির প্রধান পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভী। সেক্ষেত্রে তিনিও এই সিরিজে থাকতে পারেন। তারই ফাঁকে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা তাদের সদস্যদের নিয়ে বৈঠক করে ফেলবে। 

২০২৫ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে।