Image description

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুরের রামপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। 

শনিবার(১২ জলাই) বিকেলে উপজেলার জিংলাতলী ইউনিয়নের মালিখিল রামপুরের মহাসড়কের নালা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পড়নে ফুল হাতা চেক শাট ও লুঙ্গি ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, উপজেলার মহাসড়কের মালিখিল ও রামপুরা নিকট এক ব্যক্তি লাশ নালার মধ্যে ভেসে থাকতে দেখে এলাকাবাসী। অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশের ধারণা তাকে অন্য কোথায় হত্যা এখানে ফেলে গেছে। 

 

দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) মো. মনির হোসেন বলেন,  অজ্ঞাত ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে।  তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে।  তাকে অন্য কোথায় হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তার ঠিকানা শনাক্ত করার প্রক্রিয়া চলছে।  নিহতের লাশ ময়নাতদন্ত জন্য আগামীকাল কুমিল্লা মেডিকেল কলেজ(কুমেক)হাসপাতালে পাঠানো হবে।