Image description

 

রাজধানীর বুকে ঘটে গেল এক বীভৎস হত্যাকাণ্ড। বুধবার (৯ জুলাই) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। চারপাশে ছিল মানুষ, ছিল জীবন। ছিল না শুধু প্রতিরোধ। হৃদয়বিদারক সেই দৃশ্যের ভিডিও যখন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, তখনই যেন থমকে যায় গোটা জাতি। মানুষের হৃদয়ে জন্ম নেয় ভয়, ক্ষোভ আর হতাশা। মুখর হয় সাধারণ জনতা, আর নীরবতা ভাঙেন তারকারাও। এবার সেই প্রতিবাদের মিছিলে সবচেয়ে তীব্র কণ্ঠটি শোনা গেল ঢাকাই সিনেমার অ্যাকশন কুইন মুনমুনের কণ্ঠে।
 
শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে অভিনেত্রী লিখেছেন, প্রিয় ভক্ত ও অনুরাগীগণ আজ আর তেমন কিছু লিখার ভাষা খুঁজে পাচ্ছি না। কেমন একটা মানসিক স্ট্রেস এর মধ্যে সময়টা যাচ্ছে। আমার মত আপনাদের অনেকেরই একই অবস্থা আমি জানি, একটি কথাই মনের মাঝে বারবার আসছে! ‘আবার তোরা মানুষ হ....।’
 
মুঠোফোনে মুনমুন বলেন, আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এটা সত্য, তার মানে এই নয় যাচ্ছেতাই ঘটে যাবে আর সেটা দায়হীনভাবে হ্যান্ডেল করা হবে, এটা কাম্য নয়। একবার ভাবুন এমন দৃশ্য সাধারণ মানুষের মাঝে কি বয়ে যাচ্ছে। যদিও ওখানে অনেক সাধারণ জনতাও ছিলো, কিন্তু তারা কোনো ধরনের প্রতিরোধে এগিয়ে আসেনি। আমাদের মানসিক ভঙ্গুরতায় পেয়েছে। অনিরাপদ হয়ে উঠছে জনজীবন। এমন ঘটনার প্রতিরোধ তাৎক্ষণিক হলে অন্যরাও ভয় পেতো, কিন্তু আফসোস এদের জন্য তাই বলতে হচ্ছে ‘আবার তোরা মানুষ হ’।
 
শিল্পী হিসেবে কোনো প্রত্যাশা নেই জানিয়ে মুনমুন, কেবল অনুরোধ এসকল ঘটনায় রাজনীতির মারপ্যাচে না আটকে ঘটনার দ্রুত এবং কঠিনতম ব্যবস্থা নেওয়া দরকার। নইলে এমন ভয়াবহ ঘটনা আবারও ঘটবে।
 
বুধবার (৯ জুলাই) বিকেলে একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে পাথরের আঘাতে থেতলে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। সেই ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 
জানা যায়, চাঁদা না পেয়ে প্রকাশ্য এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। ইতিমধ্যে যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
 
আজকালের খবর