
সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজি করছিলেন দুই প্রতারক। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের সহযোগিতায় ধরা পড়েছেন তারা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় ওই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।
পুলিশ জানায়, হাতীবান্ধার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিজের দখলহীন জমি উদ্ধারের জন্য সাজু ও মাসুমের সঙ্গে যোগাযোগ করেন। সেনা কর্মকর্তা পরিচয়ে তারা রফিকুলের কাছ থেকে আগাম ২০ হাজার টাকা নেন।
পরিকল্পনা ছিল আরও ৩০ হাজার টাকা আদায়ের। সেই টাকা নিতে মঙ্গলবার রফিকুলের বাড়িতে গেলে স্থানীয় এক সাবেক সেনা কর্মকর্তার সহায়তায় তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। পরে উত্তেজিত জনতা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।