Image description

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মো. সাগর (১৯)। সে হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সাগর উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে। সোমবার (৭ জুলাই) সকালে আইসিটি পরীক্ষার সময় খলীল মীর ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্রের হলে এই ঘটনা ঘটে।

সাগরের মা জেসমিন আক্তার জানান, সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর মুহূর্তে হল রুমে বসে থাকা অবস্থায় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর সাগরকে ভর্তি রেখে চিকিৎসা শুরু হয়। তবে পরিবারের সদস্যরা পরীক্ষা দেওয়া সম্ভব কিনা জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কলেজ কর্তৃপক্ষ জানান, দুপুর ১টার মধ্যে পরীক্ষার হলে হাজির করলে পরীক্ষায় অংশ নিতে পারবে।

 

মার চোখে পানি, বুকভরা কষ্ট নিয়ে সাগরকে নিয়ে মেডিকেলের বন্ড সাইন করে কলেজে হাজির হন স্বজনরা। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও মিলল না পরীক্ষা দেওয়ার সুযোগ। মাত্র ১৫ মিনিট দেরি দেখিয়ে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

 

এ ঘটনায় সাগরের পরিবার হতাশায় ভেঙে পড়েছে। একমাত্র ছেলের এমন দুর্ঘটনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পরিবারের দাবি, মানবিক দিক বিবেচনা করে তার সুযোগ থাকা উচিত ছিল। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিহা রওশন জানান, "সকালেই সাগরকে হাসপাতালে আনা হয়। সাপের কামড়ের কারণে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে চিকিৎসাধীন।"

এখন সাগরের পরিবার দিশেহারা। চোখেমুখে অনিশ্চয়তার ছাপ—'একটা বিষাক্ত সাপের কামড়ে কি তবে শেষ হয়ে যাবে ছেলের স্বপ্ন?' স্থানীয়রা বলছেন, শিক্ষা বোর্ড ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে যেন সাগরের পরীক্ষার ব্যবস্থা করা হয়। এটাই এখন এলাকার মানুষের একটাই দাবি—মানবতার জয় হোক, সাগরের স্বপ্ন বাঁচুক।