
অন্তর্বর্তীকালীন সরকার স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ গ্যাস কূপ খনন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- সবচেয়ে ভালো নির্বাচন করতে। যেখানে ভোটার ভোট দিতে যাবেন এবং ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকতে পারবেন এবং ভোটের পর সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা কোনো দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে। এ জন্য আপনারা এমন লোককে নির্বাচিত করবেন; যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে সঠিক প্রকল্পে ব্যয় করবেন।
তিনি বলেন, এমন কোনো কাজ করবেন না যাতে পালিয়ে যেতে হয়। যাতে এখানে থাকেন এমন কাউকে নির্বাচিত করবেন। আশা করি, আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো।
ফাওজুল কবির আরো বলেন, দেশে জ্বালানির সংকট রয়েছে। জ্বালানি সংকট সমাধানে নতুন করে আরো ২০০টি নতুন কূপ খনন করা হবে। তাছাড়া এখানে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে, তা আশানুরূপ নয়। এখানে দৈনিক গড়ে ৪-৫ মিলিয়ন গ্যাস সরবরাহ উত্তোলন সম্ভব। এই কূপ থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খনন করা হবে। কূপটি খনন করলে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে।
তিনি জানান, এর আগে টুডি, থ্রিডি সার্ভেয়ার করে এটার সম্ভাব্যতা আরো নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। এখানে যে গ্যাস পাওয়া যাবে সেটা নষ্ট করবো না। এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো। কূপের গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না। রিফাইন প্রসেস করতে হয়।
যেহেতু এখানে বড় কোনো বিনিয়োগ হবে না, যদি বড় কোনো ডিপোজিট পাওয়া যায় তাহলে দেখা যাবে। এজন্য এখানে একটা মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো, সেটা থেকে গ্যাসটাকে প্রসেস করে এখানে স্থানীয়ভাবে শিল্প কারখানায় সরবরাহ করা হবে।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রাবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, জেলা প্রশাসক হাসিনা বেগম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হকসহ আরো অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।