
বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের স্বীকৃতি দিয়ে বিদ্যমান সুযোগগুলোকে পুরোপুরি কাজে লাগাতে কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে ঢাকা।
বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় তারা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন পথ অন্বেষণের গুরুত্বারোপ করেছেন। হাইকমিশনার তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ও শ্রীলংকা বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; শিক্ষা এবং পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে।
তারা বাংলাদেশি ওষুধ শ্রীলংকায় কিভাবে রপ্তানি করা যেতে পারে- তা নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শ্রীলংকা তার প্রতিষ্ঠানগুলো কিভাবে উন্মুক্ত করতে পারে— তা নিয়েও আলোচনা করেছেন।
পররাষ্ট্র সচিব চলতি বছরের শেষে পরবর্তী পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ-এফওসি আহ্বানে শ্রীলংকার প্রস্তাবের প্রশংসা করেন।