
চট্টগ্রামের পটিয়ায় জুলাই বিপ্লবীদের ওপর পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবিতে ও জুলাইকে কলঙ্কিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় তারা পুলিশ বাহিনীর সংস্কার ও হামলায় জড়িতদের গ্ৰেপ্তারের দাবি জানান।
বুধবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সন্ধ্যা সাড়ে সাতটায় তারা কর্মসূচি পালন করেন।
ঢাবি শিক্ষার্থী আশিক খান বলেন, ‘জুলাইয়ের পর আমাদের সব চেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, আমরা গাদ্দার শনাক্ত করতে পারিনি। আমরা এই পুলিশ লীগকে সংস্কার করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি, যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছে। অথচ পুলিশের মধ্যে থাকা গাদ্দারদের সরকার এখনো শনাক্ত করতে পারেনি।’
সূর্যসেন হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, ‘অভ্যুত্থানে যারা মৃত্যু মুখে দাঁড়িয়ে লড়াই করেছে, তাদের হামলা করে রুখে দেওয়া যাবে না। যারা আমাদের ওপর হামলা চালাতে চায়, যারা এখনো পর্যন্ত বাইরে থেকে আমাদের হুমকি দেয়, আমাদের ওপর গুপ্ত হামলা চালিয়ে আমাদের রুখে দেওয়া যাবে না।’
এ সময় তারা ৪ দফা দাবি তোলেন। দাবিগুলো হলো ওসি জাহেদুলসহ হামলাকারী পুলিশদের স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে; হামলার শিকার সব বিপ্লবীর সুচিকিৎসার ব্যবস্হা ও ক্ষতিপূরণ দিতে হবে; প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অতিদ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে।