Image description

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন প্রকাশ কামাল কোম্পানির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল কামাল কোম্পানির মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। 

মঙ্গলবার দিবাগত রাতে ৬নং ওয়ার্ড দক্ষিণ জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের বাবা আবুল কাশেম। 

 

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় চেয়ারম্যান কামাল কোম্পানি ও তার পরিবারের অন্য লোকজন। ওই বাড়িতে শুধুমাত্র কামালের মা থাকতেন। উনি সবসময় কয়েক ভরি স্বর্ণালংকার গায়ে পরতেন এবং বাড়িতে নগদ টাকা থাকতো বলে সবাই জানতো। স্থানীয়দের ধারণা, আগে থেকেই টার্গেট করে এ ঘটনা ঘটিয়েছে। 

হোসনে আরার ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তার মা একাই থাকতেন। রাতে অজ্ঞাত ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে বলে তিনি ধারণা করছেন। ডাকাত দল ঘরে ঢুকে নগদ চার লাখ টাকা এবং তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা সাড়ে চার ভরি স্বর্ণের জিনিস খুলে নেয়। এতে  তার নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে তারা উনার মাথায় কুপি জখম করে।  রাতে স্থানীয়দের সহযোগিতায় উনাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, বর্তমানে জখমপ্রাপ্ত তার মা পপুলার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা এখনও শংকামুক্ত নয়। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।