
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি এলাকায় এক অজ্ঞাত রিকশাচালকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে গভীর শোক। মঙ্গলবার (১ জুলাই) বিকেলের দিকে ডাস সংলগ্ন যাত্রী ছাউনির পাশে নিজের রিকশায় বসা অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান বলে ধারণা করছে পুলিশ।
প্রথমে সবাই ভেবেছিলেন, মধ্যবয়সী এই মানুষটি ক্লান্ত শরীরে কিছুক্ষণ ঘুমিয়ে নিচ্ছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তার অচল দেহ দেখে সন্দেহ জাগে দুই পথচারীর। তারাই এগিয়ে গিয়ে শরীরে হাত রাখলে নিশ্চিত হন- এই ঘুম আর জাগার নয়।
মৃত অবস্থায় পাওয়া ওই রিকশাচালকের শরীরে ছিল না কোনো পরিচয়পত্র। রাত ৯টা পর্যন্ত পুলিশ তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। বর্তমানে তার মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম নিজের ফেসবুক পোস্টে লেখেন, "প্রথমে দেখে মনে হচ্ছিল তিনি বিশ্রাম নিচ্ছেন। কিন্তু অনেকক্ষণ পরও একইভাবে বসে থাকতে দেখে সন্দেহ হয়। গায়ে হাত দিতেই বোঝা যায়, তিনি আর নেই।"
পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, রিকশাচালকের মৃতদেহ বর্তমানে প্রক্টরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, “মৃত ব্যক্তির দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি, যাতে তার পরিচয় শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়।”
মানুষের শহরে, এত আলো ঝলমলে ভিড়ে কেউ অচেনা হয়ে এভাবে নিঃশব্দে চিরনিদ্রায় ঢলে পড়বে- এ যেন ব্যথাতুর এক বাস্তবতা।