Image description

ইরানে বসবাসরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) মোট ২৮ জন পাকিস্তানের করাচী হয়ে ঢাকায় অবতরণ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার ইরানপ্রবাসী ২৮ বাংলাদেশি পাকিস্তানের করাচী হয়ে ঢাকায় অবতরণ করেন। ছবি: আজকের পত্রিকা

আজ মঙ্গলবার ইরানপ্রবাসী ২৮ বাংলাদেশি পাকিস্তানের করাচী হয়ে ঢাকায় অবতরণ করেন।

ইসরায়েল-ইরান যুদ্ধের সময় দূতাবাস জানায়, তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বৈধ ও অবৈধভাবে অবস্থান করছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। তাঁদের মধ্যে ২০০ শিক্ষার্থী, দূতাবাসের কূটনীতিক কর্মী, তাঁদের পরিবারসহ প্রায় ৪০ জন, চিকিৎসার জন্য সেখানে যাওয়া কিছু রোগীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

মন্ত্রণালয় ও দূতাবাস আরও জানায়, ইরান থেকে স্থলপথে তুরস্ক ও পাকিস্তান হয়ে বাংলাদেশিদের সরিয়ে আনা হতে পারে। প্রয়োজনে ইরানের চাবাহার বন্দর হয়ে সমুদ্রপথে সরিয়ে আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।