Image description

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই কুমিল্লার চান্দিনায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক শিক্ষার্থী নিজেই জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার সুযোগ করে দেয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আসেন ওই পরীক্ষার্থী। কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীটি নিজ হাতে করোনা পজিটিভ রিপোর্ট তুলে দেন কর্তৃপক্ষের কাছে। সঙ্গে সঙ্গে তাকে আলাদা একটি কক্ষে বসানো হয় এবং একজন আলাদা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।

ওই ছাত্রী চান্দিনা মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করছি। আজকের ঘটনার পর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রতিটি কক্ষে তা ঘোষণা করা হয়েছে।