Image description

গত ১৫ মাস ধরে প্রধান অর্থনীতিবিদ ছাড়াই চলছে বাংলাদেশ ব্যাংক। প্রধান অর্থনীতিবিদ নিয়োগের জন্য গত বছরের নভেম্বরে আবেদন চাওয়া হয়। এ আবেদনের মেয়াদ শেষ হয় ৭ ডিসেম্বর। চলতি বছরের জানুয়ারিতে সব কার্যক্রম শেষে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ দেওয়ার কথা থাকলেও অজানা কারণে তা আটকে আছে। তবে প্রধান অর্থনীতিবিদ পদের জন্য যারা আবেদন করেছেন, হুট করেই তাদের আগামীকাল ২৭ মে সাক্ষাৎকার দেওয়ার জন্য ডাকা হয়। মূলত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের স্ত্রীকে প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত করতেই নিয়োগ প্রক্রিয়া এতদিন শেষ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন সায়েরা ইউনূস। তিনি আবার ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানের স্ত্রী। আগামী ৩ জুলাই তার অবসরে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার তাকেসহ অন্য আবেদনকারীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এতদিন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। কারণ অনেকদিন তার স্ত্রীর চাকরির মেয়াদ ছিল। এখন যেহেতু মেয়াদ কমে গেছে, তাই স্ত্রীকে প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত করতে সাক্ষাৎকারের আয়োজন করা হয়।

তবে এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়া কেন এতদিন শেষ করা হয়নি, তা জানেন না তিনি। এটা অন্য বিভাগের কাজ। এর আগে একই পদে দায়িত্ব পালন করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। হাবিবুর রহমানের প্রধান অর্থনীতিবিদ হওয়া নিয়েও ছিল বিতর্ক। ২০১৯ সালের জানুয়ারিতে ফয়সাল আহমেদ প্রধান অর্থনীতিবিদের পদ ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের তৎকালীন নির্বাহী পরিচালক হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অফিসিয়াল নির্দেশনার মাধ্যমে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি তাকে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব গ্রহণ করলে পদটি শূন্য হয়ে পড়ে। গত সরকারের আমলে তিনি ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করা গভর্নর ও ডেপুটি গভর্নরের তথ্য চাওয়া হয়। যেখানে হাবিবুর রহমানের নামও রয়েছে।

বিচারক হিসেবে থাকা একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, তার কাছে চারটি সিভি পাঠানো হয়। এর মধ্যে সায়েরা ইউনূসের সিভিও রয়েছে। তিনি যে হাবিবুর রহমানের স্ত্রী এটা তাকে জানানো হয়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের কোনো নিয়োগে এ ধরনের ছলচাতুরির সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক অবশ্যই নিয়োগের সব মানদণ্ড মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।