Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রেস সচিব। এর আগে এদিন সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলেন প্রধান উপদেষ্টা।

এদিন এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মশলিসসহ কয়েকটি ইসলামিক দল, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জাসদ (রব), গণসংহতি আন্দোলন এবং সিপিবিসহ অন্যান্য দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, জুনের ৩০ তারিখের পর একদিনও থাকবেন না।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো।’