Image description

চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি তৈরি পোশাক শিল্প কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের ২০ হাজার ৩০০ পিচ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ।

রোববার সকালে ঘটনাটি জানাজানি হলেও পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত গার্মেন্টস মালিক সায়েদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৭ মে রাতে রিংভো অ্যাপারেলস নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় বিষয়টি এতদিন গোপন রেখে তদন্ত করেছে পুলিশ। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গার্মেন্টস মালিক সায়েদুল ইসলাম ছাড়াও গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মার্চ মাসে গোলাম আজম আর নিয়াজই মূলত মংহ্লাসিং মারমা নামের এক কেএনএফ নেতার কাছ থেকে দু’কোটি টাকার চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নিয়ে এসেছিল। মংহ্লাসিং মারমা সেনাবাহিনীর পোশাক সাদৃশ্য কাপড় তাদেরকে সরবরাহ করেছিল। চলতি মাসের শেষ সপ্তাহে পোশাকগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তার আগেই পোশাকগুলো আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করে।

এই ঘটনায় গত ১৮ মে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন চারজনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানে গেল বছরের শেষ সময় থেকেই কেএনএফ কোনঠাসা হয়ে দুর্বল হয়ে পড়েছে, এমন দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু হঠাৎ করে বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ ফেলেছে পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কপালে।