Image description
রাওয়ার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিটায়ার্ড আর্মিড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেছেন। এর আগে সেনাপ্রধান গত বুধবার সকালে সেনা সদরে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ-মিয়ানমারের করিডোর ইস্যু ও চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়ে কথা বলেন। ওই বিষয়টি গণমাধ্যমে আসার পর চারদিকে আলোচনা শুরু হয়। কিন্তু, শনিবার রাতে রাওয়ার অনুষ্ঠানে তিনি সম্পন্নভাবে সমসাময়িক ইস্যু এড়িয়ে গেছেন। অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও অ্যাডমিরাল নাজমুল হাসানসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। একাধিক সাংবাদিক সেখান থেকে ফিরে এসেছেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক সাবেক সেনা কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানান।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, রাওয়া ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি একটি পরিবারের মত। সুখে-দু:খে সবাই একে অপরের পাশে আমরা আছি এবং থাকবো। আগামী দিনে আমাদের এ মেলবন্ধন রাখবো।

তিনি আরও বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত। দেশ গঠনে আমরা সর্বদা নিয়োজিত আছি ও থাকবো।

সূত্র জানায়, অনুষ্ঠানে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা খেলায় অংশ নিয়েছিলেন তাদের রাওয়া ক্লাব কর্তৃপক্ষ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।