Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন আগামী ২ জুনের মধ্যে গঠনের আশ্বাসে দীর্ঘ ৮১ ঘণ্টা পর অনশন ভেঙেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ তিন শিক্ষার্থী। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘উপাচার্য, উপ-উপাচার্য এবং সহকারী প্রক্টর স্যার এসেছিলেন। তারা আগামী ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠনসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেবেন বলে আমাদের জানিয়েছেন। এ আশ্বাসের প্রেক্ষিতে আমরা অনশন ভেঙেছি।’

এর আগে ২১ মে সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনে বসেন বিন ইয়ামিন মোল্লা। 

এর পরেই তার দাবির সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম। পরে যোগ দেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদসহ কয়েকজন শিক্ষার্থী।