
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন- এমন গুঞ্জন ছিল বৃহস্পতিবার দিনভর। তবে, ওইদিন সন্ধ্যায় গুঞ্জনের সত্যতা পাওয়া যায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও একাধিক উপদেষ্টার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করার কথা ভাবছেন। নানা বিষয়ে তিনি বিরক্ত।
এদিকে, শুক্রবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, ড. ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়। তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে।
এদিকে, সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি ও যুবশক্তির নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সমস্যা। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, তার বিকল্প খুঁজে পাওয়া যাবে। এই হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি।’