
খুলনা সফরে এসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে খবর না পাওয়ায় এ সময় উপস্থিত ছিলেন না শহীদের বাবা।
উপদেষ্টা আদিলুর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া কবরস্থানে সাকিবের কবরে ফুলেল শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
এ সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাকিবের বাবা শেখ আজিজুর রহমান জানান, কবর জিয়ারতের খবর তাঁকে আগে জানানো হয়নি। এ জন্য তিনি এতে অংশ নিতে পারেননি। তিনি সকাল থেকে নবপল্লী এলাকায় তাঁর মুদিদোকানে ছিলেন।
উপদেষ্টা আদিলুর কবর জিয়ারত শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেডিএর বিভিন্ন প্রকল্প দেখতে যান। সংস্থার প্রধান প্রকৌশলী সাবেরুল আলম বলেন, ‘উপদেষ্টা আদিলুর রহমান খান কেডিএর কিছু প্রকল্প এলাকা দেখার জন্য খুলনা এসেছেন। আগামীকাল শনিবার তাঁর যশোর সফরের কর্মসূচি রয়েছে।’
উল্লেখ, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব। পরে তাঁকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি খুলনা থেকে ঢাকা গিয়েছিলেন চাকরির খোঁজে।