
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত ও শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট শুনানির সময় একজন আইনজীবীর 'অযাচিত' মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।
এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর উল্লেখ করে আদালতে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ।
আদেশ ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরি বলেন, 'আদেশের আগে আমার ব্রাদার জাজ কথা বলবেন। তিনিই আদেশ ঘোষণা করবেন।'
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরি বলেন, 'গতকাল বুধবার এ রিটের শুনানি শেষ হওয়ার পর কোনো একজন আদালতের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এটি আমাদের নজরে এসেছে'। এসময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরি বলেন, 'ক্লায়েন্ট আসবে ও যাবে। বার-বেঞ্চ থাকবে।'
পরে বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তৃতীয় পক্ষ বা অপরিচিত বা সিজনাল কেউ এটা করে থাকতে পারে। তবে যেই বলুক তার পক্ষে নি:শর্ত ক্ষমা চাচ্ছি। এরপর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরি আদেশ ঘোষণা করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আমার দেশকে জানান, আদালতকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এতে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। তৃতীয় কোনো পক্ষ সুবিধা নেওয়ার জন্য এটা করে থাকতে পারে। বারের সভাপতি হিসেবে আমি আদালতের কাছে ক্ষমা চেয়েছি। আমাদের কাছে আদালতের মর্যাদা রক্ষা করা গুরুত্বপূর্ণ বিষয়। এ দৃষ্টিকোণ থেকে মন্তব্যকারীর পক্ষে নি:শর্ত ক্ষমা চেয়েছি।