
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবার (২২ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি বিচারপতিকে অপসারণের সিদ্ধান্ত নিতে পারেন।
সে অনুযায়ী ২১ মে ২০২৫ তারিখে বিচারপতি দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণের চূড়ান্ত আদেশ দেন রাষ্ট্রপতি।