Image description

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ বাড়িয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা গতকাল বুধবার প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।

নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে গত বছরের ১৮ নভেম্বর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন।