Image description

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও সংস্থার চেয়ারম্যানের পদত্যাগসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসযোগিতা, অবস্থান ধর্মঘট ও পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর ইস্যুতে মঙ্গলবার (২০ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এর সঙ্গে বৈঠক হলেও তা ‘ফলপ্রসূ হয়নি’ এবং উপদেষ্টা তাদের কথা শোনেন নি বলেও দাবি করেন তারা।

বুধবার (২১ দুপুরে) দুপুরে এনবিআর ভবনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপ কমিশনার শাহাদাত জামিল শাওন ও উপ কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত উল্লেখিত সংগঠনের ব্যানারেই গত পাঁচদিন ধরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীরা।

চার দফা দাবির অপর দুটি দাবি হচ্ছে- রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; এবং
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ব্রিফিংয়ের পর থেকে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগিতা করা হবে। দাবি আদায়ে বৃহস্পতিবার (২২ ম) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সেসঙ্গে
একইদিন এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব-স্ব দফতরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে, রফতনি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

ব্রিফিংয়ে বলা হয়, আগামী ২৪ মে (শনিবার) এবং ২৫ মে (রবিবার) কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে, রফতনি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এদিকে মঙ্গলবার (২০ মে) দুপুরে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান যে, বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’।

তবে এনবিআরের কর্মকর্তারা বলছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের কথাও শুনতে চান নি। মঙ্গলবার রাতেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এনবিআর ভবন ও সারাদেশে এর অধীনস্থ সব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে ডাকা ৫ দিনের কলমবিরতি ও চলমান আন্দোলনে প্রায় ১১ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে তথ্য এসেছে। এই অন্দোলন অব্যাহত থাকলে রাজস্ব আয়ে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।